এক নজরে: বিটিসিল একটি ভয়েস কেরিয়ার। আইজিডব্লিউ, আইআইজিডব্লিউ, আইসিএক্স, আইএসপি এনটিটিএন, পিএসটিএন এবং সিসি ডোমেন (.বিডি) ও .বাংলা রেজিষ্ট্রেশনকারী অপারেটর। সারা দেশে আমাদের আছে অপটিক্যাল ফাইবার, কপার তার, মাইক্রওেয়েব নেটওয়ার্ক।বিটিসিএল 1853 সালে পোষ্ট এ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট হিসাবে আত্মপ্রকাশ করে।বিশেষ বিশেষ সেবার মধ্যে বিটিসিএল ল্যান্ড লাইন টেলিফোন, ডায়াল আপ ইন্টারনেট, লিজলাইন ইন্টারনেট, পিপিএন, এমপিএলএস, কান্ট্রি ডোমেন (.বিডি) এবং (.বাংলা), কো-লোকেশন ইত্যাদি সেবা প্রদান করে থাকে। এহা ছাড়া এনজিএন সফট সুইজ এবং ট্রিপল প্লে ওভার ফাইবার টু হোম সেবা চালু আছে।শ্রীঘ্যই এলটিই (লং টার্ম ইভোলুশন) ওয়ালেস সার্ভিস চালু হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস