বর্তমানে বিটিসিএল আইসিটি খাতে ব্যাপক কর্মযযজ্ঞ পরিচালনা করিতেছে। সারাদেশে দূর্গম এলাকা, ইউনিয়ন, উপজেলা, জেলা লেভেল সহ সকল স্কুল, কলেজে অপটিক্যাল ফাইভার স্থাপন কাজে অগ্রণী ভূমিকা পালন করিতেছে। সাবমেরিন ক্যাবল স্থাপন, কুয়াকাটায় সাব মেরিন ক্যাবল লেন্ডিং স্টেশন স্থাপন ইত্যাদি কাজ পরিচালনা করিতেছে। LTE (Long Term Evolution), Gpon সহ যাবতীয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গণগণের দোর গোড়ায় আইসিটি সম্প্রসারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস